নাটোর

বাগাতিপাড়া পৌরসভায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচি পালন করেছে বাগাতিপাড়া পৌরসভা। মঙ্গলবার সকালে বাগাতিপাড়া পৌরসভা চত্বরে কার্যক্রমটির শুভ উদ্বোধন করেন নাটোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী পিএএ।

এসময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌরসভার মেয়র মোশাররফ হোসেন ও সহকারী কমিশনার (ভুমি) নিশাত আনজুম অনন্যা। “সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি বজায় রাখি, করোনা প্রতিরোধ করি” এই স্লোগানে কর্মসূচিতে আরও অংশ নেন সকল ওয়ার্ড কমিশনারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অনুষ্ঠিত কার্যক্রমে প্রায় ৭ হাজার পিস মাস্ক, ৩ হাজার হ্যান্ড স্যানিটাইজার সাধারণ মানুষদের মাঝে এবং প্রতিটি ওয়ার্ড পর্যায়ে বিতরণের জন্য কাউনসিলরদেও হাতে তুলে দেয়া হয়। এসময় মেয়র মোশাররফ হোসেন বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে আমরা এ কর্মসূচি পালন করছি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button