নাটোরসংবাদ সারাদেশসারাদেশ

নাটোরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় রেলসেতু পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মো. সোহেল রানা নামে ১ জন যুবক নিহত হয়েছেন। এ সময় সেতু থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন মো. আলম হোসেন নামে আরো ১ জন যুবক।মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নলডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন বারনই সেতুর উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা নলডাঙ্গা পৌরসভার পূর্ব সোনাপাতিল সাকিদারপাড়া মহল্লার ফজলুর রহমানের ছেলে। রানা পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। আহত আলম একই মহল্লার মো. ইদ্রিস আলীর ছেলে।

জানা যায়, সোহেল রানা ও আলম ২জনই পেশায় রাজমিস্ত্রি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা বারনই নদীর রেলসেতু পার হয়ে নলডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন সেতুতে প্রবেশ করে। এ অবস্থায় আলম সেতু থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেও নিচে পড়ে আহত হন। আর সোহেল রানা ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে নিহত হন।

নলডাঙ্গা থানার ওসি মো. আবুল কালাম বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে সান্তাহার জিআরপি থানার ওসিকে জানানো হয়। তারা আইনি প্রক্রিয়া গ্রহণ করবেন। রেলওয়ে সান্তাহার জিআরপি থানার ওসি মো. মোক্তার হোসেন বলেন, এ বিষয়ে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button