ঠাকুরগাঁ

বালিয়াডাঙ্গীতে নির্বাচনকে কেন্দ্র করে অফিস ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন

লিমন সরকার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত কর্মী – সমর্থকদের দুটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে ।

এ দিকে নৌকা প্রতীকের প্রার্থী সাহাবুদ্দিন মিঞার দুটি নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে ।গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মোড়ল হাট ও বালিয়া বাজারে এ ঘটনা ঘটে । নৌকা প্রতীক ও মোটরসাইকেল প্রতীকের প্রার্থীদের অভিযোগ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা একে অপরে এ ঘটনা ঘটিয়েছে । এ বিষয়ে আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মোড়লহাটের পাশে নৌকা প্রতীকের প্রার্থীর বাড়ির পাশ দিয়ে আমার ভাতিজা মাহাবুব আলম ও ভাতিজা আপেল আলী গত মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারে গেলে নৌকা প্রতীকের কর্মী – সমর্থকদের মারধর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। বালিয়াডাঙ্গী হাসপাতালে চিকিৎসা দিয়ে গতকাল বুধবার সকালে বাড়িতে নিয়ে এসেছি ।

আহত মাহাবুব আরও বলেন , ভোটারেরা আমাকেই ভোট দিবেন জানতে পেরে এসব বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে । এর আগেও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে তারা ।তবে অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী সাহাবুদ্দিন মিঞা বলেন ,বালিয়া বাজার ও মোড়লহাটে দুটি নির্বাচনী প্রচার কার্যালয় ভাঙচুর করেছে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের কর্মী সমর্থকেরা । বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক বাশার জানান, এ পর্যন্ত কোন প্রার্থীই থানায় লিখিতভাবে কোনো অভিযোগ জমা দেয়নি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button