জাতীয়স্লাইডার

গাইবান্ধার সাদুল্লাপুরে ২ করোনা ভাইরাস রোগী শনাক্ত

সংবাদ চলমান ডেঙ্ক:

গাইবান্ধার সাদুল্লাপুরে দুই করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। এ ঘটনায় পুরো জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার সকালে তাদের নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে আইইডিসিআর থেকে জানানো হয়েছে। এদিন সকালে সাদুল্লাপুরের ইউএনও’র কার্যালয়ে করোনা প্রতিরোধ কমিটি এক জরুরি সভায় সাদুল্লাপুর লক ডাউন করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম জানান, তাদের দুজনের নমুনা ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। রোববার সকালে তাদের নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে আইইডিসিআর থেকে জানানো হয়েছে।

তিনি জানান, সাদুল্লাপুর উপজেলার হবিবুল্লাপুর গ্রামের কাজল চন্দ্র মন্ডলের বোনের বিবাহোত্তর অনুষ্ঠানের নিমন্ত্রণে তার বাড়িতে আমেরিকা প্রবাসী দুই আত্মীয় গত ১১ মার্চ আসেন। তারা দুজন কাজল চন্দ্র মন্ডলের বাড়িতে ১১ ও ১২ মার্চ অবস্থান করে ১৩ মার্চ বিবাহোত্তর অনুষ্ঠানের নিমন্ত্রণ খেয়ে গাইবান্ধা শহরের খাঁ পাড়ায় নিজ বাড়িতে চলে যান। পরবর্তী বিষয়টি জেলা স্বাস্থ্য বিভাগের নজরে এলে তাদের দুজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এদিকে সাদুল্লাপুরের ইউএনও মো. নবীনেওয়াজ জানান, সাদুল্লাপুর লক ডাউন করার উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুমোদনের জন্য গাইবান্ধা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি গাইবান্ধার ডিডি বরাবর পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে গাইবান্ধা জেলা করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব গাইবান্ধা সিভিল সার্জন এসএম আবু হানিফ বলেন, লক ডাউনের বিষয়টি নিয়ে অলোচনা চলমান আছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button