খেলাধুলা

ফাইনালে পা রাখতে আজ মাঠে নামবে বাংলাদেশ

সংবাদ চলমান ডেস্ক: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে সেমিফাইনালে আজ বুরুন্ডির মুখোমুখি হবে বাংলাদেশ। বিকাল পাঁচটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় মতিন মিয়ারা। তবে জামাল ভূঁইয়া ইনজুরি কাটিয়ে মাঠে ফেরায় বাংলাদেশ শিবিরে কিছুটা স্বস্তির বাতাস বইছে।

মতিন মিয়ার জোড়া গোলে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। ঘরের মাঠে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলকরা প্রতিপক্ষ বুরুন্ডিকে হারিয়ে ফাইনালে পা রাখতে চায় বাংলাদেশ।

উদ্বোধনী ম্যাচে ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হারার পর দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে বাংলাদেশ শিবিরে স্বস্তির খবর হল ইনজুরি কাটিয়ে আজ মাঠে নামবেন দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। গত দুই দিন কোন অস্বস্তি ছাড়াই তিনি অনুশীলন করেছেন।

চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা বুরুন্ডিও ছেড়ে কথা বলবে না। এর আগে, টুর্নামেন্টের গ্রুপ পর্বে মরিশাসকে ৪-১ ও সিশেলসকে ৩-১ গোলে হারিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে আসে আফ্রিকার এই দলটি।

বুরুন্ডির এনসিমিরিমানা জসপিন মরিশাসের বিপক্ষে হ্যাট্রিকসহ এ পর্যন্ত চার গোল করে তালিকার শীর্ষে রয়েছেন। তিনিও খেলবেন আজকের ম্যাচে। উল্টো বাংলাদেশে শিবিরে ইনজুরি আর কার্ড দেখে দলের অনেক নির্ভরশীল খেলোয়াড়দের আজ মাঠে দেখা যাবে না।

তবে বাংলাদেশ অধিনায়ক অবশ্য তরুণদের ওপরই ভরসা রাখছেন। ফাইনালে ফিলিস্তিনের প্রতিপক্ষ হতে দৌড়ে কোন দল এগিয়ে যাবে তা দেখতে দর্শকদের আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button