কুমিল্লাসংবাদ সারাদেশ

কুমিল্লায় নৌকার প্রার্থী ছেড়ে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে যোগ দিলেন ২১ ইউপি চেয়ারম্যান

কুমিল্লার মুরাদনগরে স্বতন্ত্র এমপি জাহাঙ্গীর আলম সরকারের সঙ্গে যোগ দিয়েছেন ২১ ইউপি চেয়ারম্যান। আজ সোমবার দুপুরে ঐ সংসদ সদস্যের ঢাকাস্থ বাস ভবনে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপজেলার ২১টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থীকে ছেড়ে স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে যোগদান করেন।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ড আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু। জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম স্বপন।

যোগদান কৃত ইউপি চেয়ারম্যানরা হলেন, ভিপি জাকির হোসেন, কাজী আবুল খায়ের, কাজী তুফরিজ এটন, কামাল উদ্দিন খন্দকার, ইকবাল বাহার, ইঞ্জিনিয়ার সৈয়দ সওকত আহমেদ, আব্দুস সামাদ মাঝি, গোলাম কিবরিয়া খোকন, রহিম পারভেজ, আবুল কালাম আজাদ, আবু মুসা, শুকলাল দেব, শিমুল বিলাল, আরমান হোসেন, শেখ জাকির হোসেন, ইকবাল হোসেন সরকার, তৈবুর রহমান তুহিন, বাহার খান, আবুল বাশার খান, আবু মুছা আল কবির, জাকির হোসেন সরকার।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে উপজেলার অধিকাংশ ইউপি চেয়ারম্যান নৌকার প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুনের পক্ষে নির্বাচন করেন। ঐ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার বিপুল ভোটে বিজয়ী হন। পরে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন সহ সব ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সরকারের সঙ্গে যোগদান করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button