সংবাদ সারাদেশ

শরীয়তপুরে লঞ্চের ধাক্কা, প্রাণ গেল ৩ যাত্রীর

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের গোসাইরহাটে শাইখ্যা সেতুর সঙ্গে লঞ্চের ধাক্কায় ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মাইজারা এলাকায় মেঘনার শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোসাইরহাটের কোদালপুর সরদার পাড়া এলাকার শাহ আলী মোল্লার ছেলে ২৩ বছর বয়সী তানজি, টাঙ্গাইল সদরের দাইনাবঘিল এলাকার নাজিম উদ্দিনের ছেলে ২৫ বছরের শাকিল আহমেদ ও জামালপুরের দিঘলি সোনাটিয়া রগুনাথপুর এলাকার বোরহান আলীর ছেলে ২৩ বছরের সাগর আলী।আহতরা হলেন- ২৩ বছরের হীরা ও সাগর। এর মধ্যে হীরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লঞ্চযাত্রীরা জানান, ভোর ৪.৩০ মিনিটে গোসাইরহাটপট্টির উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা স্বর্ণদ্বীপ প্লাস লঞ্চটি শাইখ্যা সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এ সময় লঞ্চের ছাদে থাকা লোহার পানির ট্যাংক দোতলার ছাদে যাত্রীদের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই নিহত হন তানজি। এছাড়া আহত হন শাকিল, সাগর, হিরা ও সাগর। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে শাকিল ও সাগরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আহত সাগর বলেন, লঞ্চের দোতলার ছাদে আমরা শুয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হলো। এরপর কী হয়েছে বলতে পারছি না। পরে দেখি হাসপাতালে আছি।গোসাইরহাট থানার এসআই মো. মতিউর রহমান বলেন, এ ঘটনায় লঞ্চযাত্রীরা চালক ও তার সহযোগীকে মারধরের চেষ্টা করেন। পরে আমরা গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button