আন্তর্জাতিক

সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজ্বযাত্রী

সংবাদ চলমান ডেক্সঃ

হজ্ব পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ১৪ জন হজ্বযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯ হাজার ৮৯ হজ্বযাত্রী। একই সাথে বেসরকারি ভাবে গিয়েছেন ৪০ হাজার ৯২৫ জন। গত ৩ জুন দিবাগত মধ্যরাতে হজ্বযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও হজ্ব অফিসের বরাত দিয়ে হজ্ব পোর্টালে এই তথ্য জানানো হয়েছে।

হজ্বযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ২১ মে শুরু হয়। সৌদি যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে, হজ্ব শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজ্বযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

এদিকে হজ্বের সর্বশেষ বুলেটিনে জানানো হয়, এই পর্যন্ত ৪ জন হজ্বযাত্রী মারা গেছেন, যার মধ্যে পুরুষ তিন জন এবং নারী একজন। সবশেষ শনিবার ৩ জুন আলী হোসেন নামে এক ব্যক্তি মক্কাতে মারা যান বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button