আন্তর্জাতিকসংবাদ সারাদেশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২বাংলাদেশি প্রবাসী নিহত

সৌদি প্রতিনিধিঃ

পবিত্র ওমরা হজ পালন করে ফেরার সময় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছে। তারা সম্পর্কে শ্যালক এবং দুলাভাই ছিলেন। বাংলাদেশর সময় গত শনিবার রাত ৮টায় এ ঘটনা ঘটেছে বলে জানায় তাদের পারিবার। নিহতদের ১ জন বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা মোতাহার জোমাদ্দারের ছোট ছেলে সাগর জোমাদ্দার (২৩)। অন্যজন তার দুলাভাই পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ছৈলাবুনিয়া এলাকার বাসিন্দা মৃত আজিজ মৃধার ছেলে মোজাম্মেল হোসাইন (৪৫)।

নিহত সাগরের ভাই উজ্জ্বল জোমাদ্দার বলেন, তারা ২জনই সৌদি আরব প্রবাসী ছিলো। পারিবারিক সূত্রে জানা গেছে , সাগর জোমাদ্দার এবং মোজাম্মেল মৃধা সৌদি আরবে প্রবাসী কর্মী হিসেবে থাকতো। ওমরা হজের উদ্দেশ্যে সৌদির আলগাছিমের উনাইজা নামক স্থান থেকে তারা গত বৃহস্পতিবার মক্কার উদ্দেশ্যে রওয়ানা হন। ওমরা শেষ করে কর্মস্থলে ফেরার পথে তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পাথরের পাহাড়ের সাথে ধাক্কা লাগে। তাতে ঘটনা স্থলেই নিহত হন বাংলাদেশি ২নাগরিক। সাথে থাকা আহত ১ সফরসঙ্গী বাংলাদেশে নিহত সাগর জোমাদ্দারের পরিবারের কাছে বিষয়টি জানালে তারা নিশ্চিত হয়। এদিকে, পরিবারের ২উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পাগলপ্রায় তাদের মা-বাবা ও স্বজনরা। তারা লাশ ফেরত পেতে তারা সরকারের সহযোগিতা চেয়েছেন।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সুহৃদ সালেহীন বলেন, নিহত ২ হজযাত্রীর লাশ বাংলাদেশে আনার ব্যাপারে সৌদি দূতাবাস সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button