আন্তর্জাতিকসারাদেশ

বিশ্বের লক্ষ লক্ষ শরণার্থী ক্ষুধার মুখে

আন্তর্জাতিক ডেস্কঃ

বিশ্ব শরণার্থী দিবসের প্রাক্কালে বিশ্ব খাদ্য কর্মসূচি ও বিশ্বের লক্ষ লক্ষ নিঃস্ব শরণার্থীদের সহায়তায় আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছে । যে শরণার্থীদের বেশির ভাগই তাদেরকে দেয়া অর্থ সাহায্য ফুরিয়ে যাওয়ায় এখন চরম ক্ষুধার মুখোমুখি বিশ্ব খাদ্য কর্মসূচি ।

বিশ্বের ৮০টি দেশের ১১কোটি ৫০ লক্ষ জনগণকে সহায়তা দিয়ে যাচ্ছে । বর্তমানে সংস্থাটির এ বছর জীবন রক্ষাকারী অভিযান বাস্তবায়নের জন্য যে ১৫.৩ বিলিয়ন ডলার প্রয়োজন, তার মাত্র ৫৫% হাতে পেয়েছে I এই অর্থাভাবের কারণে সংস্থাটি আফ্রিকার দক্ষিণাঞ্চল, মধ্য-পূর্ব ও পূর্বাঞ্চলেরবিস্তীর্ণ এলাকায় ব্যাপক খাদ্য রেশনিং করতে বাধ্য হয় I

সংস্থাটির মুখপাত্র টমসন ফিরি বলেন, শুধুমাত্র পূর্বাঞ্চলীয় আফ্রিকায় প্রায় ৩৪% শরণার্থীর খাদ্য রেশন অর্ধেক করে ফেলা হয়েছে। ফিরি আরও বলেন, বিশ্ব খাদ্য কর্মূসূচির প্রতি চরমভাবে নির্ভরশীল দেশ, তানজানিয়ার শরণার্থীদের খাদ্য রেশন প্রায় ১৩% কমানো হয়েছে I আগামী ৬ মাসে তাদের সহায়তা কর্মসূচি চালানোর জন্য জরুরি ভিত্তিতে তাদের ৪.৫ বিলিয়ন ডলার অর্থের প্রয়োজন I

এই অর্থ সহায়তা না পেলে আমাদেরকে আরো অগ্রাধিকার দিতে হবে বা এমনকি আমাদের সাহায্য কর্মসূচি বাতিল করে দিতে হবেI বিভিন্ন দেশ যখন বিশ্ব শরণার্থী দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে, বিশ্ব খাদ্য কর্মসূচি, সাহায্যদাতা দেশগুলিকে সবচাইতে ঝুঁকিপূর্ণ এসব শরণার্থীদের প্রয়োজনে মুখ ফিরিয়ে না নেবার আহ্বান জানিয়েছেন টমসন ফিরি I

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button