আন্তর্জাতিকবিনোদনরাজশাহী সংবাদ

পাইরেসির কবলে ‘রেহানা মরিয়ম নূর’

স্টাফ রিপোর্টারঃ

কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করা প্রথম বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সম্প্রতি পাইরেসির কবলে পড়েছে সিনেমাটি। মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে টিকিট কেটে অনলাইনে সিনেমাটি দেখেছেন দর্শকরা। এর পর থেকেই সিনেমাটির লিংক ঘুরছে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে।

আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তিনি বলেন, সিনেমাটি নিয়ে আমরা সবাই ভীষণ আপসেট হয়ে পড়েছি এবং ইতোমধ্যেই আমরা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি।

এরই মধ্যে রাজধানীর সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করেন সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু। অভিযোগ দায়ের শেষে তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে আমরা যথেষ্ট আন্তরিকতা ও উৎসাহ পেয়েছি। তারা পাইরেসি রোধে এরই মধ্যে মাঠে নেমেছেন এবং যেসব মেইল অথবা আইপি অ্যাড্রেসের মাধ্যমে ছবিটিকে ছড়ানো হচ্ছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে।

মেলবোর্ন ফেস্টিভালে আজকে এবং আগামী ২১ আগস্ট সিনেমাটির আরো দুটি অনলাইন প্রদর্শনী হওয়ার কথা ছিলো। তবে, আপাতত সিনেমাটির অনলাইন প্রদর্শনী স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button