রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহীতে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঈদ আনন্দ মেলা

নিজস্ব প্রতিবেদকঃ

টানা দুই বছর মহামারির পর এবারের আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের ঈদের আনন্দ বাড়িয়ে দিতেই রাজশাহী মহানগরীর লালন শাহ মুক্তমঞ্চের পাশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩০দিন ব্যাপী ঈদ আনন্দ মেলা। মেলা উপলক্ষ্যে এরই মধ্যেই অবকাঠামো নির্মাণ শেষে চলছে শেষ মুহুর্তের সাজসজ্জার কাজ।

আগামী ৬ অথবা ৭ই মে নগরীর দরগা পাড়া মুক্তমঞ্চের পাশে পদ্মা নদীর পাড়ে টানা দুই বছর মহামারির পর সাধারণ মানুষকে ঈদের আনন্দ আরএকটু বাড়িয়ে দিতেই আয়োজকদের এমন আয়োজন করা হয়েছে বলে জানান মেলা পরিচালনা কমিটির সদস্য কাইয়ুম।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ঈদের দুই দিন পর ১০টাকা মূল্যের টিকিটের বিনিময়ে সাধারণ মানুষের জন্য উদ্বোধন করা হবে মেলাটি। সাধারণ মানুষের জন্য মেলাটি আগামী ১ মাস উন্মুক্ত থাকবে বলে জানা যায়। এদিকে মেলায় প্রধান আকর্ষণ হিসেবে থাকছে সার্কাস, মিউজিক ডান্সিং ঝর্ণা, সেল্ফি টাওয়ার, শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইড সহ প্রায় ৫৪টি বিভিন্ন সামগ্রীর স্টল ও বসছে এ মেলায়।

এছাড়াও বিভিন্ন আলোকায়ন এবং সাজসজ্জার ছোয়ায় থাকবে মেলাটির প্রবেশ গেট।

ঈদ আনন্দের মেলাটির আয়োজক কমিটিতে থাকছেন আপেল , ইমন, মিলন, শাহিন,কাইয়ুম ও ববিন সহ আরো অনেকে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button