আন্তর্জাতিক

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৯১৪৫৭ জন হাজি

সংবাদ চলমান ডেক্সঃ

সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৯১ হাজার ৪৫৭ জন হাজি। এবার হজ পালন করতে গিয়ে ১১৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সোমবার সকালে হজ পোর্টাল জানান, রোববার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২৪২টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১১১টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৯১টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪০টি।

পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তি গত ভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইন্সের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রত্যেক হাজিকে ৫ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন বিমান।

এদিকে, এবার হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ১১৪ জন হজ যাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৮৯ জন, নারী ২৫ জন। তাদের মধ্যে মক্কায় ৯৪, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় ১জন মারা গেছেন।

চাঁদ দেখে সাপেক্ষে পবিত্র হজ পালিত হয় গত ২৭ জুন। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ২ জুলাই, এবং শেষ হবে ২ আগস্ট।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button