আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ১৬ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকায় একটি বড় ট্রাকের সাথে একটি মিনিবাসের ধাক্কায় কমপক্ষে ১৬ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। তাদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে।

গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এস্বাতিনী সীমান্তবর্তী পঙ্গোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্বান প্রদেশের কোয়াজুলু-নাটাল পরিবহন মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটির একটি প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সড়ক দুর্ঘটনায় ১৬ জন শিশুর মৃত্যুর খবর দিলেও স্থানীয় সংবাদমাধ্যম ১৯ জনের তথ্য জানিয়েছে। নিহত সবার বয়স পাঁচ থেকে ১২ বছরের মধ্যে।

আঞ্চলিক পরিবহণ মন্ত্রী সিফো হলমুকা এক বিবৃতিতে বলেন, এভাবে ‘অনেক শিশুর চিরতরে চলে যাওয়া খুবই মর্মান্তিক।

জানা গেছে, দক্ষিণ আফ্রিকার সড়কগুলো মহাদেশটির অন্যান্য দেশের তুলনায় অনেক ভাল হলেও দেশটির অধিকাংশ দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করা হয়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button