আন্তর্জাতিক

করোনাভাইরাসের নতুন নাম ঘোষণা

চলমান ডেস্ক : বিভ্রান্তি এড়াতে করোনাভাইরাসের নতুন নাম দিয়েছে চীন। ‘নভেল করোনাভাইরাস নিউমোনিয়া’ বা এনসিপি নামে ডাকা হবে এখন থেকে।

শনিবার এক সংবাদ সম্মেলনে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ নাম ঘোষণা করে। এ সময় জানানো হয়, এটি সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে।

চীনের উহান শহরে করোনাভাইরাসের উৎপত্তি। সে কারণে অনেকেই শহরটির নামে এ ভাইরাসকে ডাকা শুরু করেছে। যা শহরটির বাসিন্দাদের জন্য অত্যন্ত বিব্রতকর হিসেবে দেখা হচ্ছিল। ফলে সাময়িকভাবে ভাইরাসটির নতুন নাম ‘নভেল করোনাভাইরাস নিউমোনিয়া’ রাখা হয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর মিছিল যেন থামছেই না। সর্বশেষ পাওয়া তথ্যমতে এ ভাইরাসে ৮১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৩৪ হাজারের বেশি মানুষ। এদিকে ভয়াবহ এ ভাইরাসে প্রথমবারের মতো এক মার্কিন নাগরিক ও জাপানি নাগরিকের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কোনো টিকা বা ভ্যাকসিন এখনো তৈরি না হওয়ায় আপাতত নিরাপদ থাকার একমাত্র উপায় হলো যারা আক্রান্ত হয়েছেন বা এ ভাইরাস বহন করছেন- তাদের সংস্পর্শ এড়িয়ে চলা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button