অর্থনীতি

পেঁয়াজের উৎপাদন বাড়াতে জরুরিভিত্তিতে ঋণ পাবে চাষিরা

সংবাদ চলমান ডেস্কঃ

পেঁয়াজের উৎপাদন বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন বলেছেন, পেঁয়াজ চাষিদের জরুরিভিত্তিতে ঋণের ব্যবস্থা করা হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজবাড়ী ডিসির কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ড. মো. জাফর উদ্দীন বলেন, দেশে বর্তমানে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। বাজারে পর্যাপ্ত পরিমাণে দেশি ও আমদানিকৃত পেঁয়াজের মজুদ রয়েছে। বাজার স্থিতিশীল রাখতে দেশব্যাপী স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার মনিটরিং করা হচ্ছে।

তিনি আরো বলেন, রাজবাড়ী জেলার পেঁয়াজ চাষিদের কৃষিঋণের ব্যবস্থা করার ব্যাপারে কৃষি ব্যাংকের এমডির সঙ্গে কথা হয়েছে। তিনি আগামী ৭ দিনের মধ্যে একটি টিম পাঠাবেন। তারা সরেজমিন এসে সফর করে এ ঋণের ব্যবস্থা করবেন।

জেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় রাজবাড়ীর ডিসি দিলসাদ বেগম সভাপতিত্ব করেন। এতে অন্যদের মধ্যে পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর ইউএনও মো. সাঈদুজ্জামান খান, বালিয়াকান্দির ইউএনও একেএম হেদায়েতুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button