সারাদেশস্লাইডার

সড়কে জীবাণুনাশক ছিটাতে ডিএসসিসির গাড়ি

সংবাদ চলমান ডেঙ্কঃ

সড়কে জীবাণুনাশক ছিটাতে ডিএসসিসির ৮ ওয়াটার ব্রাউজার গাড়ি

 

 

 

.

করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ছিটানোর জন্য আটটি ওয়াটার ব্রাউজার গাড়ি নামিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. আনিসুর রহমান জানান, গত ১৪ মার্চ থেকে নিয়মিত এসব গাড়ির মাধ্যমে পানি ও জীবাণুনাশক ছিটানো হচ্ছে।তিনি জানান, এসব গাড়ির মাধ্যমে প্রতিদিন হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মসজিদ হয়ে কদম ফোয়ারা; কাকরাইল গির্জা থেকে মগবাজার ফ্লাইওভার; আব্দুল গনি রোড হোটেল বঙ্গ বাজার; বঙ্গভবন থেকে গুলিস্তান হয়ে সচিবালয় এলাকা; ধানমন্ডি রাপা প্লাজা হতে আজিমপুর গার্লস স্কুল ও সিটি কলেজ হতে বিজিবি গেট হয়ে ধানমন্ডি ২৭ নম্বর রাস্তা। এছাড়া দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডেও জীবাণুনাশক ছিটানো হচ্ছে। জনবহুল এলাকায় মশক নিধনকর্মীর মাধ্যমে স্প্রে করা হচ্ছে।

এদিকে জীবাণুনাশক ছিটানোর কাজে নিয়োজিত ব্যক্তিদের মনিটরিং করা হচ্ছে। এ জন্য প্রত্যেকটি গাড়ির ছবি ও ভিডিও ধারণ করে ডিএসসিসির নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. আনিসুর রহমান।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button