বাগমারারাজশাহী সংবাদ

রাজশাহীর ৪ আসনে নৌকা ঠেকাতে অর্থের ছড়াছড়ি, ব্যক্তি ইমেজ ধরে রাখতে বেপরোয়া এনামুল

রাজশাহীর (৪) আসনকে ঘিরে দেখা দিয়েছে বড় ধরনের রাজনৈতিক জটিলতা। এ আসনে নৌকা প্রতিক নিয়ে লড়াই করছেন তাহেরপুর পৌরসভার তিন বারের পরিক্ষিত মেয়র আবুল কালাম আজাদ। ছাত্রলীগ থেকে গড়ে উঠা আবুল কালাম আজাদ বাগমারা অঞ্চলে সন্ত্রাস নির্মুলে ভুকিকা রাখতে গিয়ে এক সময় শারীরিক ভাবে ক্ষতির শিকার হয়েছিলেন এই ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ। আওয়ামী লীগের দুর্দীনে গুরুত্বপূর্ণ ভুমিকা নিয়ে দলকে সু সংগঠিত করার কারনে দলের মনোনয়ন পেয়ে তিনি তিনবার মেয়র নির্বাচিতঝয়ে সাড়া ফেলেছিলেন।

২০১৯ সালে রাজশাহী অঞ্চলের কয়েকটি পৌরসভাকে পিছিয়ে রেখে  তাহেরপুর পৌরসভাকে তিনি অন্যতম হিসাবে দাঁড় করিয়ে সুনামের খেতাব কুড়িয়ে আবারো আলোচনায় আসেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের মনোনয়ন বিশ্লেষণে আবারো নাম আসে আবুল কালাম আজাদের। তিনি নৌকা প্রতিক পেয়েছেন এমন সংবাদে বাগমারা অঞ্চলের সর্বস্তরের মানুষের ঢল নামে আবুল কালামকে সংসদ নির্বাচিত করতে। অভিযোগ রয়েছে আবুল কালামের নৌকার গণ জোয়ার ঠেকাতে বাগমারার সংসদ এনামুলের নিজস্ব বাহিনী  স্বতন্ত্র প্রার্থী এনামুলের কাচি প্রতিকের গন সংযোগের অযুহাতে নৌকার সমর্থকদের উপর হামলার ঘটনা সহ নানা ভাবে হয়রানি করছে। 

সুত্র বলছে এই আসনটিতে দীর্ঘ সময় এনামুক হক সংসদ থাকা কালিন সময়ে নানা বিতর্কিত ঘটনার জন্ম দেন।  নারী বিতর্ক, আর্থিক লেনদেন, ছাত্র জীবনে শিবিরের রাজনীতির সাথে জড়িত, সহ  কয়েক ডজন ঘটনার জন্ম দেন এনামুল হক। এরই ফল প্রসুত দ্বাদশ সংসদ নির্বাচনে আসনটির নৌকা প্রতীক হারান এনামুল হক। রাজশাহী জেলার সব থেকে বড় উপজেলা  বাগমারা উপজেলাটি কিছুদিন পুর্বে এমপি এনামুলের অপকর্ম নেট দুনিয়া সহ সারা দেশে আলোচিত হয়ে পড়ে। রাজনীতির ইমেজ ফিরিয়ে আনতে অধ্যক্ষ আবুল কালাম আজাদের উপর দলীয় নেতা কর্মীরা ভর করতে শুরু করলে তখন থেকেই শুরু হয় দলীয় কোন্দল। বাগমারা অঞ্চলের ক্লিন ইমেজের কর্মীরা সামনে আগাতে থাকেন আবুল কালাম আজাদকে নিয়ে। জানা গেছে দ্বাদশ নির্বাচন কে ঘিরে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক দেশের দক্ষিনাঞ্চল থেকে এক শ্রেনির মানুষ বাগমারা অঞ্চলে সংগ্রহ করছেন। ভাড়া করা এসব ব্যক্তিদের মাঠে নামিয়ে  ভোটারদের মনে আতংক সৃস্টি করতে ব্যস্ত সময় পার করছেন। অভিযোগ উঠেছে এনামুল হক তার কালো অর্থ ব্যায় করে ভুল তথ্য দিয়ে  বড় ধরনের গণ মাধ্যমে অপ প্রচার করছেন সেটি নিয়ে দলীয় নেতা কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বাগমারা অঞ্চলের মানুষের দাবি এনামুল হকের এমন রাজনীতির কৌশল পুর্বেও আমরা লক্ষ করেছি তাই এবার কোন ভাবেই তার এমন মনোভাব বাস্তবায়ন হতে দেওয়া যাবেনা। ভোটের মাধ্যমেই তারা জবাব দিতে চান বাগমারা বাসির প্রিয় নেতা কে। অভিযোগের বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক কে একাধিকবার ফোন করলেও তিনি ফোন তুলে নাই। তবে নৌকা প্রতীক প্রার্থী  অধ্যক্ষ আবুল কালাম আজাদ সংবাদ চলমান কে বলেন, আওয়ামী লীগের নীতি তাকে আজ এত দূর নিয়ে এসেছে ভবিষ্যতে তিনি এমন নীতি নিয়েই কাজ করতে চান।  দ্বাদশ সংসদ নির্বাচনে শত বাধা উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button