রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি সিরাজুল ইসলাম (৪৪)। সে মহানগরীর মতিহার থানার ধরমপুর কাজলার মৃত মানিক মিয়ার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি সিরাজুল ইসলামের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। সিরাজুলকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। আজ ১৫ জানুয়ারি সকালে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি সিরাজুল চন্দ্রিমা থানার দায়রা পার্ক মোড়ে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজ, এসআই মো: আব্দুর রউফ, এসআই সুনিরাম, এসআই আনোয়ার ও তাদের টিম সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানার দায়রা পার্ক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ মার্চ ২০১৭ খ্রিস্টাব্দ রাজশাহী জেলার গোদাগাড়ী থানা পুলিশ ১০০ গ্রাম হেরোইন সহ আসামি সিরাজুল ইসলামকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। বিশেষ দায়রা জজ আদালত রাজশাহী বিচার শেষে এক রায়ে আসামি সিরাজুল ইসলামকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত হওয়ার পর আসামি সিরাজুল গ্রেফতার এড়াতে পরিবার নিয়ে নিজ বাড়ি ছেড়ে দেশের বিভিন্ন স্থানে বসবাস করত এবং ট্রাক চালক হিসেবে কাজ করতেন বলে জানায় পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button