নওগাঁ

নওগাঁয় শত্রুতার বলি হলো ধানক্ষেত

নওগাঁ প্রতিনিধিঃ

শত্রুতার জেরে কীটনাশক দিয়ে এক কৃষকের দেড় একর জমির ধানের চারা নষ্ট করেছে প্রতিপক্ষ। গত রবিবার রাতে নওগাঁর ধামইরহাট উপজেলার চৌঘাট কাগজকুটা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ইউএনওর কাছে চারজনের নামে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক মো. আহাদুল ইসলাম। তিনি চৌঘাট কাগজকুটা এলাকার মহাসীন মণ্ডলের ছেলে।

জানা গেছে, জমি নিয়ে আহাদুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী বীরগ্রাম এলাকার নায়েব আলীর ছেলে মো. এনামুল ইসলামের বিরোধ চলছিল। এরই জেরে রবিবার রাতে ভাই নজরুল ইসলামকে সঙ্গে নিয়ে আহাদুলের দেড় একর জমিতে কীটনাশক দেন এনামুল। এতে ধানের চারাগুলো নষ্ট হয়ে যায়।

ভুক্তভোগী কৃষক আহাদুল ইসলাম বলেন, আমরা ক্রয়সূত্রে ওই জমি ৫০ বছর ধরে ভোগদখল করে আসছি। কিন্তু এনামুল ইসলাম জাল দলিল তৈরি করে জমিটি নিজের দাবি করেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম জানান, আমি কয়েক বছর ধরে ওই জমি দেখভাল করছি। এ জমির মালিক আহাদুল ইসলাম। এ নিয়ে থানায় সালিশে অভিযুক্তদের কাগজপত্র জাল প্রমাণিত হয়েছে।

অভিযুক্ত এনামুল ইসলাম বলেন, জমিতে কীটনাশক দেয়ার সঙ্গে আমরা কেউ জড়িত নয়। আমাদের হেয় করার উদ্দেশ্যে প্রতিপক্ষ এসব করছেন।

ইউএনও গনপতি রায় বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button