সংবাদ সারাদেশসারাদেশ

কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক হয়রাণির প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ তথ্য প্রদানে বাঁধা ও হয়রাণি বন্ধসহ ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকদের উপর থেকে মিথ্যা মামলা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

আজ মঙ্গলবার কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে কুড়িগ্রাম চিলমারী মহাসড়কের পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করা হয়। এ সময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সিনিয়র সাংবাদিক ছানালাল বকসী, আব্দুল খালেক ফারুক, রাজু মোস্তাফিজ সহ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, হাসপাতালগুলোতে ঠিকাদাররা স্বাস্থ্যবিভাগের লোকজনের সাথে মতবিনিময় করে সরকারি অর্থ লুটপাট করলেও কিছু হয় না। আর সেই অনিয়মের সংবাদ প্রকাশ করলেই তাদের গাত্রদাহ হয়।

এজন্য সাংবাদিকদের হয়রাণি করার জন্য ডিজিটাল নিরাপত্তা আইনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানাচ্ছি এবং ঠাকুরগাঁওয়ে তিন সাংবাদিকের উপর মিথ্যা মামলা প্রত্যাহারসহ লুটপাটের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবী করছি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button