বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ
সংবাদ চলমান ডেস্ক:
২১ দিন পর বাংলাদেশি আব্দুর রহিমের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (২৪ নভেম্বর) রাতে ৫৮ বিজিবির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত ৯টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর বিওপি এলাকার মেইন পিলার কাছে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।
পতাকা বৈঠক শেষে ভারতীয় পুলিশ মহেশপুর থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। এ সময় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তি ও নিহতের আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর মহেশপুর উপজেলার বাউলি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুর রহিম ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে বিএসএফের ৯৯ ব্যাটালিয়নের নারায়ণপুর ক্যাম্পের সদস্যদের সামনে পড়লে তারা আব্দুর রহিমকে গুলি করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান।