দূর্গাপুর

দুর্গাপুরে গায়েবি ক্ষমতায় চলছে অবৈধ পুকুর খনন সংকটে কৃষি জমি

দুর্গাপুর প্রতিনিধিঃ

 রাজশাহীর দুর্গাপুরে কিছুতেই থামছে না তিন ফসলী জমিতে পুকুর খননের হিড়িক। জমির শ্রেনি পরিবর্তন করা যাবে না এমন উচ্চ আদালতের নির্দেশ থাকলেও রাজশাহী দুর্গাপুরে তিন ফসলি কৃষি জমিগুলোকে পরিণত করা হচ্ছে গভীর পুকুরে। এতে করে উপজেলায় আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমির পরিমাণ। এক শ্রেণির পুকুর ব্যবসায়ীরা কৃষকদের ফসলি জমিতে পুকুর খননের লোভনীয় প্রস্তাব দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।কৃষি জমিতে ড্রেজার মেশিন দিয়ে গভীর করে জমির চারদিকে বাঁধ দিয়ে পুকুর খননের এই মহোৎসব চলছে। অনেক কৃষকরা না বুঝে হারাচ্ছেন তাদের উর্বর তিন ফসলি জমি  , অন্যদিকে টাকার পাহাড় গড়ছেন এক শ্রেণির পুকুর ব্যাবসায়ী। দুর্গাপুরে উপজেলার ৭টি ইউনিয়নে নদী-নালা খাল-বিল বাদেই প্রায় সব ৩ ফসলি জমি রয়েছে। শ্রেণিভেদে প্রায় সকল জমিতেই সারা বছর কোন না কোন ধরণের ফসল হয়। কিন্তু কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি এবং উৎপাদিত ধানের যথাযথ মূল্য না পাওয়ায় প্রতি বিঘা জমি ২০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে ৫ থেকে ১০ বছর মেয়াদের চুক্তি করছে কৃষকরা। চুক্তির আওতায় তাদের ফসলি জমি পুকুরে পরিণত করা হচ্ছে। জমির সেই মাটি প্রতি গাড়ি (ট্রাক্টর) ৭০০ থেকে ১০০০ টাকায় বিভিন্ন ইটভাটায় বিক্রয় করছে পুকুর ব্যবসায়ীরা। উপজেলায় সবথেকে বেশি পুকুর খননেন মহাউৎসব পড়েছে ২নং কিশমত গনকড় ইউনিয়ন এর কয়মাজমপুর এর বড় বিলে, এবং ২নং কিশমত গনকড় ইউনিয়নের বড়াইল বিলে,অভিযোগ রয়েছে দিনে রাতে ২৪,ঘন্টায় পুকুর খনন করা হচ্ছে। দুর্গাপুর উপজেলার সাধারণ মানুষের দাবি এই অবৈধ পুকুর খনন অবিলম্বে বন্ধ নাহলে কৃষি ফসলী জমি হারিয়ে কৃষি কাজে ব্যাঘাত ঘটাসহ ক্ষতি সাধিত হবে হাজারো কৃষক ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button