বিনোদন ডেস্কঃ
টিভি নাটক এবং ছবির পাশাপাশি ওয়েব নাটক কিংবা সিরিজেও অভিনয় করেন রোজী সিদ্দিকী। প্রথমবার একটি ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। নাম সংসয়ী। এটি পরিচালনা করবেন ইন্দ্রজিৎ।
চলতি মাসেই এর শুটিং শুরু হবে। এতে অভিনয় প্রসঙ্গে রোজী সিদ্দিকী বলেন, বৃষ্টির কারণে আমাদের ছবির শুটিং সিডিউল পরিবর্তন করা হয়েছে। অল্প সময়ের মধ্যে আমি এর শুটিং শুরু করব। পরিচালক আমাকে প্রস্তুত থাকতে বলেছেন। আমি কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করছি। আশা করছি এটি দর্শকের কাছে ভালো লাগবে ।
এ অভিনেত্রী করোনার প্রকোপ শুরুর আগে রায়হান রাফির পরিচালনায় পরান এবং অনন্য মামুনের সাইকো নামে দুটি ছবিতে অভিনয় করেন। এদিকে স্কুল এজ, বাকের খনি, বউ শাশুড়ি এবং হাওয়াই মিঠাই নামে চারটি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন তিনি।