নাটোররাজশাহী সংবাদ
নাটোরে ২ কেজি ভাংসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ২ কেজি ভাং সহ আশরাফুল (৪০) নামক একজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটক আশরাফুল নাটোরের সিংড়া থানার বামন মাছগ্রাম এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম এর নির্দেশে পুলিশ পরিদর্শক সৈকত হাসানের নেতৃত্বে নাটোরের খেজুরতলা অভিযান চালানো হয়। এ সময় ২ কেজি ভাংসহ আশরাফুলকে আটক করে ডিবি পুলিশ।
এ বিষয়ে সিংড়া থানায় মামলা রুজু করা হয় বলে জানা যায়।