বৃষ্টি উঁকি দিচ্ছে বাংলাদেশ-আফগানের ফাইনালে
সংবাদ চলমান ডেস্ক : আজ সন্ধ্যায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল। মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। কার হাতে উঠবে ট্রফি এ নিয়ে দু’দলের প্রস্তুতিও শেষ। এখন কেবল মাঠের লড়াইয়ের অপেক্ষা।
কিন্তু আজকের ফাইনালে বৃষ্টির শঙ্কা রয়েছে । এরইমধ্যে দুপুরে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। পিচ ঢাকা আছে। তবে খুব একটা সমস্যা হবে না বলে জানাচ্ছে আবহাওয়ার পুর্বাভাস।
বিশ্বকাপের পর বাংলাদেশ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে এসেছে লঙ্কা থেকে। এরপর দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে অসহায় আত্মসমর্পণ। সব মিলিয়ে অনেকটা ব্যাকফুটে ছিল দল।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে কোনোরকমে জয় পায় বাংলাদেশ। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হার। কিন্তু চট্টগ্রামে ঘুরে আবার ঘুরে দাঁড়ায় দল।
আজ রয়েছে জয়ের সম্ভাবনা। এ পর্যন্ত এ মাঠে চারটি ফাইনাল খেলে বাংলাদেশ। হেরেছে সবকটিতে। আজ কি পারবে সেই বৃত্ত থেকে বের হতে। সহজ না হলেও সুযোগটা কাজে লাগাতে পারে টাইগাররা।