পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুনে নিহত ৬২
সংবাদ চলমান ডেস্ক:
পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনায় অনন্ত ৬২ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে করাচি থেকে রাওয়ালপিণ্ডি যাওয়ার পথে পাঞ্জাব প্রদেশের লিয়াকতপুরে তেজগাম এক্সপ্রেস ট্রেনে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে এই আগুন লাগে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের রেল কর্মকর্তারা জানান, চলন্ত ট্রেনে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিছু যাত্রী সকালের খাবার বানাচ্ছিলেন তখনই সিলিন্ডার বিস্ফোরিত হয়। আগুন দুটি সুলভ বগিতে ও একটি শোভন কামড়ার বগিতে ছড়িয়ে পড়ে। পরে আরও দুটি কোচে ছড়িয়ে পড়ে আগুন।
আহত ব্যক্তিদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে এখনো উদ্ধার কার্যক্রম চলছে।
পাকিস্তানের জেলা উদ্ধারবাহিনীর প্রধান বাকির হুসেইন জিও নিউজকে জানান, আগুন লাগার পর অনেক যাত্রী বাঁচতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। এতে অনেকেই মারা যান।
রেলমন্ত্রী শেখ রাশিদ বলেছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। হতাহত ব্যক্তিদের উদ্ধারে এবং আহত ব্যক্তিদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি।