রাজশাহী সীমান্তে ইয়াবা ও ফেনসিডিল জব্দ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সীমান্ত থেকে ২৩৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫৮৫ পিস ইয়াবা বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দিবাগত রাতে বিজিবির আলাদা দুটি অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিজিবির ১০ নম্বর পদ্মার চর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল কাটাখালি থানার মধ্যচরে অভিযান চালিয়ে ১৯ বোতল ফেনসিডিল, ৫৮৫ পিস ইয়াবা বড়ি জব্দ করে। এছাড়া একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
অন্যদিকে বিজিবির চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত ফাঁড়ির একটি দল জাহাঙ্গীরের বাথান নামক এলাকায় অভিযান চালিয়ে ২২০ বোতল ফেনসিডিল জব্দ করে। তবে দুটি অভিযানের সময়ই বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে গেছেন। তাই কাউকে আটক করা যায়নি।
বিজিবি অধিনায়ক জানান, উদ্ধার করা মাদকদ্রব্য বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরের সিজার স্টোরে জমা করা হয়েছে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরবর্তীতে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।