রাজশাহীর টাংগন পূর্ব পাড়ায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী উপকন্ঠ টাংগন পূর্ব পাড়া এলাকা অভিযান চালিয়ে ইয়েল (৩২) নামের এক ভ্রম্যমান মাদক ব্যবসায়ীকে আটক করেছে চারঘাট থানা পুলিশ ।
রোববার সন্ধা ৭টার দিকে খদ্দেরের নিকট ফেন্সিডিল পৌঁছে দিতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
আটককৃত ইয়েল ওই এলাকার হারানের ছেলে।
এ বিষয়ে জানতে চারঘাট থানার ওসির মুঠোফোনে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই ফেন্সিডিলের সংখ্যাও জানা যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইয়েলকে দুই বোতল ফেন্সিডিলসহ আটক করে পুলিশ। এর পর থেকেই সাবেক চেয়ারম্যান মিঠুনের দৌঁড় ঝাপ শুরু হয়। তদবির করতে ছুটে যায় চারঘাট থানায়।
মিঠুন চেয়ারম্যানের কাজ হলো মাদকের বিষয়ে থানায় তদবির করা। পুলিশের নামে বিভিন্ন ইস্পটে মাসোহারা তোলা। আর নেপথ্যে থেকে মাদক ব্যবসায়ীদের সাথে নিজের ব্যবসা চালানো।
এ বিষয়ে জেলা পুলিশের মূখপাত্র সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ ইফতেখায়ের আলমকে অবগত করা হলে তিনি বলেন, মাদক ব্যবসায়ী আর তদবিরকারক যেই হোক না কেন তার বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে।