রাজশাহী সংবাদ

ঈদে মিলাদুন্নবী পালনে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি     

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ১২ই রবিউল আউয়াল সমুদ্বয় জাহানের অবিস্মরণীয় দিবস। বাংলাদেশসহ মুসলিম বিশ্ব এ দিন আল্লাহর শোকরিয়া জানানার্থে মহাসমারোহে ‘ঈদে-এ মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্যাপন করে থাকে।

প্রতি বছরের মত এ বছরও রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে নগরীর গাউছিয়া কমিটি রাজশাহী মহানগর শাখা। এ দিন সকাল সাড়ে ৮ টার দিকে শত শত জনতাকে নিয়ে বায়তুল মামুর জামে মসজিদ শিরইল কলোনী ৪নং গলি থেকে আনন্দ শোভাযাত্রা আরম্ভ হবে।

শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহখদুম রুপোশ(রহ:)দরগাহ শরীফে চাদর পুশী শেষে পুনরায় বায়তুল মামুর জামে মসজিদ শিরইল কলোনী ৪নং গলিতে জামায়েত হবে। পরে পবিত্র মিলাদ মাহফিল ও দরুদ সালাম ও কেয়াম এবং সমস্ত মুসলিম উম্মার এবং দেশও জাতির শান্তি কামনাকরে মোনাজাত অনুষ্ঠিত হবে।

মোনাজাত পরিচালনা করবেন অত্র মসজিদের সম্মানিত খতিব মৌলানা মোহাম্মদ আতাউল মোস্তফা কাদরী । মোনাজাত পরে প্রায় পাচ হাজার প্যাকেট তাবারুক বিতরণের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button