আন্তর্জাতিক

চার শিশুসহ একই পরিবারের ছয়জনের ঝুলন্ত লাশ উদ্ধার

চলমান ডেস্কঃ

একটি বাড়ি থেকে একই পরিবারের চার শিশুসহ ছয়জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। দিল্লির বুরারি এলাকায় গণআত্মহত্যার ঘটনার স্মৃতি মুছতে না মুছতেই এবার আহমেদাবাদে ঘটলো আরো একটি গণআত্মহত্যার ঘটনা। একটি বাড়ি থেকে একই পরিবারের চার শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আহমেদাবাদের ভাটভা এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে শুক্রবার সকালে একই পরিবারের ছয়জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই ভাইয়ের মরদেহ ঝুলছিল বাসাটির বসার ঘরে। তাদের দুই সন্তানের মরদেহ ঝুলছিল শোয়ার ঘরে, আরো দুই সন্তানের মরদেহ ঝুলছিল রান্না ঘরে। দুই ভাই বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তাদের চার শিশুসন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হন। আর না ফেরায় খোঁজখবর শুরু করেন স্বজনেরা। একপর্যায়ে একটি অ্যাপার্টমেন্ট থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করে পুলিশ বলে জানা গেছে।

নিহতরা হলেন, অমরেশ প্যাটেল, তার ভাই গৌরাঙ্গ প্যাটেল, তাদের ১২ বছর বয়সী ছেলে মায়ুর ও ধ্রুব, মেয়ে কৃতি ও সানভি। তবে কে কার সন্তান তা পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

চএকটি প্রতিবেদন থেকে জানা গেছে , ওই দুই ভাই সন্তানদের নিয়ে বেড়ানোর কথা বলে গত বুধবার নিজ নিজ বাসা থেকে হন। তারা পরিবার নিয়ে একই এলাকায় আলাদা আলাদা বসবাস করতেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ফাঁকা যে ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে সেটাও এই পরিবারেরই মালিকানাধীন। এটি তাদের পুরোনো বাড়ি। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে আরো বলা হয়, ওই দুই ভাই সন্তানদের নিয়ে বৃহস্পতিবার দিনে বাসা থেকে বের হয়েছিলেন।

ভাটভা থানার পরিদর্শক ডিআর গোহিল বলেন, ওই দুই ভাইর মরদেহ ফ্ল্যাটের ড্রয়িং রুমে, মেয়ে কৃতি ও সানভির রান্না ঘরে, মায়ুর ও ধ্রুবর মরদেহ শোয়ার ঘরে পাওয়া গেছে। তাদের সবার মরদেহই ঝুলন্ত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, অমরেশ ও গৌরাঙ্গ তাদের সন্তানদের চেতনানাশক খাবার খাইয়ে হত্যার পর মরদেহ ঝুলিয়ে দিয়েছেন। এর পর নিজেরা আত্মহত্যা করেছেন।

ডিআর গোহিল অমরেশ ও গৌরাঙ্গের স্ত্রীদের বরাত দিয়ে বলেছেন, এই দুই ভাই গত বুধবার সন্তানদের নিয়ে বেড়ানোর কথা বলে নিজ নিজ বাসা থেকে বের হন। কিন্তু বৃহস্পতিবার রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে দুই জা তাদের ওই ফাঁকা ফ্ল্যাটে যান। তারা ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লাগানো দেখতে পান। পরে মধ্যরাতের দিকে পুলিশে খবর দেওয়া হয়।

মরদেহগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button