ঠাকুরগাঁ

পীরগঞ্জে সার্বক্ষণিক প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা অনুষ্ঠিত

লিমন সরকার ঠাকুরগাঁঃ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ৭ দিন ২৪ ঘন্টা সার্বক্ষণিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (৯ মার্চ) দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এই কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন রংপুর বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ,উপ- পরিচালক পরিবার পরিকল্পনা ফারুক আব্দুল্লাহ, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ রাম কৃষ্ণ বর্মন,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক (এমসি এইচ) ও প্রোগ্রাম ম্যানেজার জাহাঙ্গীর আলম,পীরগঞ্জ পৌর মেয়র বীর মুক্তিযুদ্ধা ইকরামুল হকসহ পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা.মোঃ আব্দুল জব্বার, সহকারী পরিচালক ডিস্ট্রিক্ট কনসালটেন্ট পঃপঃ ঠাকুরগাঁও  ডা. নাসিমা আক্তার জাহান, আরও অনেকে।

উক্ত কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী সেবাদানকারী, জনপ্রতিনিধি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button