রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদ

রাজশাহী জেলা পুলিশ সার্জেন্টদের মাঝে বডি ওর্ন ক্যামেরা ও ট্যাক্টিক্যাল বেল্ট প্রদান

মোমিন ওয়াহিদ হিরোঃ

দক্ষ পুলিশ সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে পুলিশের ট্রাফিক বিভাগের কাজকে সহজ ও দায়িত্বরত সার্জেন্টদের কাজের জবাবদিহিতা ও জনগণের সেবা নিশ্চিত করতে আজ রাজশাহীর বানেশ্বর মোড়ে সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশের সার্জেন্টদের  এর মাঝে উন্নত তথ্য প্রযুক্তি সমৃদ্ধ বডি ওর্ন ক্যামেরা ও ট্যাক্টিক্যাল বেল্ট প্রদান করা হয়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন পিপিএম।  উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, অনেক সময় পুলিশ সার্জেন্ট দের দায়িত্ব পালনকালে সাধারণ জনগণ ও পুলিশের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয় সে ক্ষেত্রে প্রকৃত অর্থে কে দোষী সেটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টির কারণে আমাদের কাজ করতে অনেক বেগ পেতে হয় । কিন্তু এই ক্যামেরা ব্যবহারের ফলে পুলিশের দায়িত্বরত অফিসার কি ধরনের আচরণ করছেন এবং সাধারণ জনগণ তার সাথে কি আচরণ করছেন সেটা আমরা সরাসরি অফিস থেকে প্রত্যক্ষ করতে পারব ফলে আমাদের কাজের মান আরও উন্নত এবং গতিশীল হবে এবং দায়িত্বরত সার্জেন্টের ট্যাক্টিক্যাল বেল্ট ব্যবহারের মাধ্যমে তার দুই হাত ফাঁকা থাকবে ফলে তিনি যে  যেকোনো ধরনের কাজ অতি সহজেই করতে পারবেন, যার সুবিধা সাধারণ জনগণ পাবেন।


বডি ওর্ন ক্যামেরা ও ট্যাক্টিক্যাল বেল্ট প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দুর্গাপুর পুঠিয়া চারঘাট-বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button