রাজশাহীরাজশাহী সংবাদ

তিন হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন মেয়র লিটন

মোঃ রাজন ইসলামঃ

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্থ গরীব, অসহায়, দুস্থ, কর্মহীন, দিনমজুর ও ছিন্নমুল আরো তিন হাজার পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে আজ রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল মাঠে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। বিকেল ৫টায় কয়েকজনের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে বক্তব্যকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রসঙ্গত, গতকাল শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির সামনে রাজপাড়া থানা এলাকার ২ হাজার ৬৩০ পরিবারকে এবং বিকেলে রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে ২ হাজার ৩২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেন মেয়র মহোদয়। আগামী সোমবার দুপুর ১২ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ২ হাজার ১০ পরিবারকে এবং বিকেল ৫টায় শারীরিক শিক্ষা কলেজ মাঠে ২,৩২০ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হবে। মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও ১ কেজি ডাল প্রদান করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button