নাটোর

মুজিববর্ষ উপলক্ষে নাটোরে খাদ্যের নিরাপদতা শীর্ষক আলোচনা সভা

মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধি:

মুজিব শতবর্ষে কাভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে নাটোরে ৪র্থ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খাদ্যে ভেজাল ও দুষণ রোধকল্পে মাঠ পর্যায়ে খাদ্যের নিরাপদতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এসময় শফিকুল ইসলাম শিমুল বলেন, খাদ্য গ্রহনের ধারাবাহিক পর্যায়গুলো নিরাপদ এবং খাদ্য পুষ্টি ও খাদ্য ভারসাম্য বিবেচনা করে খাদ্য গ্রহন করা উচিৎ। জৈব সার ব্যবহার এবং সকল প্রকার ক্ষতিকারক রাসায়নিক সার ও কীটনাশক পরিহার করে শাক-সব্জিসহ অন্যান্য কৃষি পণ্যের উৎপাদন নিশ্চিত করতে হবে।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলি সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button