রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদস্লাইডার

রাজশাহীতে এই কেমন পহেলা বৈশাখ

স্টাফ রিপোর্টারঃ

গতকাল রাজশাহীর বিনোদন কেন্দ্র সহ প্রতিটি চমক প্রদক স্থান ছিল একেবারেই আলাদা যা দেখার মত ও তেমন কেউ ছিলনা গতকালকের পহেলা বৈশাখের রাজশাহীতে।

সকাল থেকে বিকেল পর্যন্ত এই সব চমক পদক স্থানের অনেক জায়গায় ভিক্ষুকদের বিশ্রাম নিতেও দেখা গেছে। কোথাও দেখা মিলেছে পশু পাখিদের হৈ চৈ আড্ডা। তবে প্রশাসনের নিয়ম আড়াল করে অনেক জায়গায় মিলেছে মহল্লার গলিতে লাল শাড়ি হলুদ শাড়ি পরে বৈশাখের আড্ডা।

                                                                                                                                                                    

গতকাল হাদির মোড় মাজারের পিছনের গলিতে আড্ডা বাজির সময় মিডিয়া কর্মীর ক্যামেরায় উঠে আসে এক বৈশাখ প্রেমির নিজেকে আড়াল করার দৃশ্য।দেখে মনে হয়েছে যেন মহামারি করোনা কেড়ে নিয়েছেে এই বৈশাখ প্রেমিদের সকল আনন্দ উল্লাস।

দেশের উত্তর অঞ্চলের সব থেকে বিনোদন কেন্দ্র ও শিক্ষা নগরী একমাত্র শহর হিসেবে রাজশাহীকেই আখ্যায়িত করা হয় সকল দিক দিয়ে, তাই রাজশাহী শহরের উপর নির্ভর করে চলে এই অঞ্চলের অনেক কিছুই। এই পুরাতন শাহমখদুমের শহরের অন্যতম সুন্দর্যই বিনোদন ও ট্যুরিষ্টকে ঘিরে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button