সংবাদ সারাদেশসারাদেশ

৪এপ্রিল ট্রেন চলবে স্বপ্নের পদ্মাসেতুতে

মাওয়া প্রতিনিধিঃ

পদ্মাসেতু সহ মাওয়া,ভাঙ্গা সংযোগ রেলপথে পরীক্ষামূলক ভাবে আগামী ৪ এপ্রিল মঙ্গলবার থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি বলেন, পদ্মাসেতুর কাজ ৩০ মার্চ সম্পূর্ণ হওয়ার কথা ছিল। সেটি না হওয়ায় ৪ এপ্রিল পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন জানান, পদ্মাসেতুর ওপর মাত্র ৭ মিটার কাজ বাকি আছে। এখানে শুধু স্লিপার বসানোর কাজ বাকি। এটা হয়ে গেলে আমারা পরীক্ষামূলক ভাবে ট্রেন চালু করতে পারবো।

গত ফেব্রুয়ারির মাসের শেষের দিকে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে জানিয়ে ছিলেন, নির্ধারিত সময়ের আগেই শেষ হবে পদ্মা রেলসেতুর নির্মাণ কাজ। ২০২৪ সালের মধ্যে প্রকল্পটির কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল। তবে আগামী জুনেই এ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button