সংবাদ সারাদেশ

১৪৫০ মেট্রিক টন ইলিশ যাচ্ছে ভারতে

সংবাদ চলমান ডেস্কঃ

এবার ভারতে দুর্গাপূজা উপলক্ষে ১৪৫০ মেট্রিক টন ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ। এর আগে, ২০১৯ সালেও ৫০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হয়েছিল।

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাবে এসব ইলিশ। সোমবার সন্ধ্যায়ই ইলিশের চালান বেনাপোল বন্দর ত্যাগ করবে।

ইলিশ রফতানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডএফ এজেন্ট নীলা এন্টারপ্রাইজের ম্যানেজার জানান, প্রথম চালানে ১২ মেট্রিক টন ইলিশ রফতানি করা হলো। প্রতি কেজি ইলিশ মার্কিন ১০ ডলারে রফতানি করেছে খুলনার জাহানাবাদ সি ফুড লিমিটেড। যা বাংলাদেশি টাকায় ৮৪০ টাকা।

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, ইলিশ বহনকারী গাড়ি বেনাপোল বন্দর এলাকায় অবস্থান করছে। সন্ধ্যার আগেই চালানটি ভারতে প্রবেশ করবে।

বেনাপোল মৎস্য কোয়ারেনটাইন পরিদর্শক আসওয়াদুল হক জানান, প্রথম চালানে দুটি ট্রাকে ১২ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র হাতে পেলে সন্ধ্যার আগেই চালান ছাড়া হবে বলে জানিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button