গোয়েন্দা সংস্থার পরিচয়ে জামাত শিবিরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন দুর্গাপুরের রেন্টু
নিজস্ব প্রতিবেদকঃ
নিজেকে গোয়েন্দা সংস্থা এন এস আই এর সদস্য পরিচয় দিয়ে দুর্গাপুর উপজেলার জামাত শিবিরের মুখ্য ভূমিকা পালন করতেন দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামের আজিজুলের ছেলে রেন্টু।
সম্প্রতি সময়ে কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশে নাশকতা সৃষ্টির ঘটনা নিয়ে অনুসন্ধান কালে এমন তথ্য উঠে আসে গণমাধ্যম কর্মীদের হাতে। জানা গেছে দেবিপুর মোল্লা পাড়া গ্রামের আজিজুল দীর্ঘদিন দুর্গাপুর উপজেলার এক অংশের জামাত শিবিরের প্রধান হয়ে নেতৃত্ব দিয়ে আসছিলেন।
পিতার সূত্র ধরে ছেলে দুর্গাপুর সহ আশে পাশের এলাকায় গড়ে তুলেন ছাত্র শিবিরের সিন্ডিকেট। নিজেকে আড়াল করতে দুই একজন গোয়েন্দা সংস্থার সদস্যদের সাথে কৌশলে সম্পর্ক গড়ে তুলেন।গোয়েন্দা সদস্যদের সাথে তথ্য আদান প্রদানের সুযোগ কাজে লাগিয়ে বেশ কিছুদিন ধরে নিজেকে গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিতে শুরু করেছেন। অর্থ শালীদের টার্গেট, কিছু অবৈধ তদবিরের অযুহাত সহ কিছু রহস্যময়ী কান্ড করে দুটি দামি গাড়ির মালিক বনেছেন। উল্লেখ যোগ্য কোন আয় না থেকেও নামে বেনামে গড়েছেন বিপুল অর্থ।
রেন্টুর প্রতিবেশী একাধিক সূত্র জানায়, এলাকায় রেন্টুকে সকলেই গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবেই চেনেন। দুর্গাপুর থানা পুলিশের একটি সুত্র জানায় যেহেতু গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়মিত দুর্গাপুরে আসেনা তাই রেন্টু নামের ব্যক্তি গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করেন এই বিষয় দুর্গাপুর বাজারের সকলেই অবগত। পুলিশের সেই সুত্র আরো জানান রেন্টু ও তার বাবা আজিজুল জামাত শিবিরের সক্রিয় সদস্য এটা দেবীপুর গ্রামের সকল দলের নেতা কর্মীরা অবগত। তারা দুর্গাপুরের বাহিরে গিয়ে মাঝে মধ্যে তাদের দলীয় কার্যক্রম পরিচালনা করেন এমন তথ্য রয়েছে সংশ্লিষ্টদের নিকট। সম্প্রতি সময়ে দেশে নাশকতার ঘটনা নিয়ে তাদের ভূমিকা রহস্যময়ী। অভিযোগ রয়েছে তারা পিতা পুত্র হটাৎ হাওয়া হয়ে যাচ্ছেন আবার মাঝে মধ্যে বাড়িতে আসছেন। গোয়েন্দা সদস্য পরিচয় দেওয়া রেন্টু সারাক্ষন দুর্গাপুর বাজারে নানা অজুহাতে দাপটের সাথে ঘোরাফেরা করলেও দীর্ঘ দশ দিন তার দেখা মিলেনি দুর্গাপুর বাজারে। সুত্র বলছে দেশে নাশকতার মত যে জঘন্য কান্ড ঘটছে তার সাথে রেন্টু ও তার পিতা যে কোন ভাবে জড়িত। তাদের গতিবিধি থেকে সকল কিছু সন্দেহ জনক।
উল্লেখ্য যে কিছুদিন পূর্বে ভূয়া গোয়েন্দা সংস্থা পরিচয় দিয়ে একাধিক ব্যক্তির নিকট থেকে সুবিধা নেওয়া সহ নানা অপকর্মের অভিযোগে রেন্টুর বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পর আরো গভীর অনুসন্ধানে বেরিয়ে আসতে থাকে রেন্টুর বিরুদ্ধে সব ভংকর তথ্য। সংশ্লিষ্টরা বলছেন রেন্টুকে আইনের আওতায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে সরকার বিরোধী নানা পরিকল্পনা সহ রহস্যময়ী তথ্য।




