সংবাদ সারাদেশ

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ও সেচ পাম্পে জড়িয়ে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার পাতড়াখোলা ও লক্ষীখালি এলাকায় এসব ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, গোপালপুর গ্রামের কেশব চন্দ্র দাসের ছেলে সন্ন্যাসী চরণ দাস (৪৮) ও একই এলাকারা লক্ষীপুর গ্রামের হযরত আলী গাইনের ছেলে উজ্জ্বল হোসেন (২৭)।

নিহতের স্বজনরা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর রমজাননগর থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে বিচালী নিয়ে যাচ্ছিলেন সন্ন্যাসী দাস। পথিমধ্যে রাত ৯টার দিকে পাতড়াখোলা মসজিদের সামনে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ভ্যান থেকে রাস্তায় পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শাকির হোসেন তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

অপরদিকে, রাত ৯টার দিকে খাবার খেয়ে নিজ গ্রাম লক্ষীখোলার মাছের ঘেরে যান। শুক্রবার সকালে ওই ঘেরে পানি সেচের জন্য থাকা মোটরে জড়ানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘেরে পানি দেওয়ার জন্য মোটর চালু করার সময় বৈদ্যুতিকক তারে জড়িয়ে রাতেই তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, লাশগুলো উদ্ধার করা হয়েছে। ঘটানাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button