সংবাদ সারাদেশসারাদেশ
সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বালু তোলার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৩ জন।
আজ সোমবার সকালে দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আব্দুল কুদ্দুস ও দুলন মিয়া। তাদের বাড়ি ছাতক উপজেলায়।
স্থানীয়রা জানান, সকালে উপজেলার নংরসিংহপুর এলাকার চেলা নদীতে বালু তুলছিলেন ছিলেন শ্রমিকরা। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হয়। আহত হন আরো তিন জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এ বিষয়ে দোয়ারা বাজার থানার ওসি বদরুল হাসান জানান, সকালে বজ্রপাতে দুই শ্রমিক মারা গেছেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছেন পুলিশ।




