সংবাদ সারাদেশ

সরিষাবাড়ীতে বর্ষা মঙ্গল উৎসব অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ,সরিষাবাড়ীঃ

জামালপুর জেলার সরিষাবাড়িতে সনাতন ধর্মালম্বীদের বর্ষা মঙ্গল উৎসব অনুষ্ঠিত হয়েছে।গতকাল (২৭ আগস্ট) শনিবার উপজেলার মহাদান ইউনিয়নের খাগুরিয়া শ্রী শ্রী খাগুড়িয়া কালীমাতা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকাল ৮ টা ১মিঃ ঘটিকায় কাসর ঘন্টা ,উলধনীর মধ্য দিয়ে প্রাতঃকালীন পূজা আরম্ভ, দুপুরে শ্রী শ্রী মাতৃপূজা আরম্ভ, দুপুর ২:১ ঘটিকায় অতিথি বরণ ও আলোচনা পর্ব, বিকেল ৩:১ঘটিকায় শ্রী শ্রী মাতৃ পূজা সমাপনান্তে মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬: ঘটিকায় সান্ধ্য পূজা ও মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। 

বর্ষা মঙ্গল উৎসবে আলোচনা সভায় শ্রী শ্রী  খাগডিয়া কালীমাতা মন্দিরের সভাপতি শ্রী রমেশ চন্দ্র সাহা সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি শ্রী সুব্রত পাল ( সিআইপি), বিশেষ অতিথি হিসেবে ট্রাস্টি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রকৌশলী শ্রী রতন দত্ত বক্তব্য রাখেন। আলোচনা সভা পরিচালনা করেন শ্রী শ্রী খাগডিয়া কালীমাতা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী কালাচান পাল।

অনন্যদের মধ্যে সরিষাবাড়ী  পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র পাল,সাধারণ সম্পাদক সঞ্জিত প্রসাদ সাহা জগ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শ্রী মন্টু লাল তেওয়ারি, সাবেক কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা লিটন,উত্তম চৌধুরী,বিরেন পাল প্রমুখ সহ সনাতন ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও ভক্তগণ উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button