সংবাদ সারাদেশ

সংসদের মুলতবি বৈঠক বসছে আজ বুধবার

সংবাদ চলমান ডেস্কঃ

সাত দিন মুলতবির পর আজ বুধবার সকাল ১১টায় ফের বসছে একাদশ জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশন। খবর বাসসরগত ৩০ জুন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন ৮ জুলাই পর্যন্ত মুলতবি করেন। ওই দিন সংসদে ২০২০-২১ অর্থ বছরের বাজেট পাস করা হয়।

নির্দিষ্টকরণ বিল, ২০২০ পাসের মাধ্যমে নতুন অর্থ বছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস করা হয়।এবার মহামারি করোনা সংক্রমন পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত পরিসরে বাজেট পেশ করা হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সংসদ সচিবালয়ের ক্যালেন্ডার অনুযায়ি অধিবেশনের প্রতি বৈঠকে ৩৫০ জন এমপি’র মধ্যে ৮০ থেকে ৯০ জন সদস্য অংশগ্রহণ করেন।

এছাড়া করোনা পরিস্থিতির কারণে বাজেট আলোচানাও দু’দিনে শেষ করে অর্থ বিল এবং বাজেট পাস করা হয়।সংসদ সচিবালয় থেকে জানা গেছে, চলতি অধিবেশন আর এক বা দু’কার্যদিবস চলতে পারে। আজ বৈঠকে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল, ২০২০ পাস হতে পারে। এছাড়া অন্যান্য নিয়মিত কার্যসূচিও থাকবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button