সংবাদ সারাদেশসারাদেশ

শাহ আমানতে যাত্রীর পেটে মিলল এক কেজি সোনার বার

সংবাদ চলমান ডেস্ক:   শারজাহ থেকে আসা এক যাত্রীর পেটে থেকে উদ্ধার করা হয়েছে ৯৩৩ গ্রাম ওজনের ৮টি সোনার বার। যার বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। গতকাল সোমবার রাত ১০টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে আসা মোহাম্মদ মোরশেদ নামের এক যাত্রীর কাছ থেকে এনএসআই টিম সোনার বারগুলো উদ্ধার করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাউজানের বাসিন্দা মোরশেদকে গোপন খবরের ভিত্তিতে চ্যালেঞ্জ করে এনএসআই টিম। এ সময় তিনি বেআইনি কিছু থাকার বিষয়টি অস্বীকার করেন। একপর্যায়ে গোয়েন্দারা তাকে আর্চওয়ে দিয়ে হাঁটান। এ সময় লাল সংকেত পাওয়া যায়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ ও এক্স-রের ভয় দেখালে প্রথমে ৪টি সোনার বার মলদ্বারে থাকার বিষয়টি স্বীকার করেন। পরে সেগুলো উদ্ধারের পর আবার আর্চওয়েতে হাঁটালে লাল সংকেত আসে। এরপর বাকি ৪টি সোনার বারের বিষয় স্বীকার করেন।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রিয়াদুল ইসলাম জানান, স্বর্ণসহ আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে ফৌজদারি মামলা দায়ের ও পতেঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button