ঈশরদীপাবনা

ঈশ্বরদীতে নসিমন উল্টে শ্রমিক নিহত

ঈশ্বরদী থেকে সৌরভ কুমার দেবনাথঃ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (আরএনপিপি) নিকটস্থ লালনশাহ সেতুর গোলচত্বরে শ্যালোর ইঞ্জিন চালিত তিন চাকার নসিমন উল্টে প্রকল্পের ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আহত হয়েছেন আরো কয়েকজন।রবিবার (৩ জানুয়ারি) সকাল ৭টায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার বিভিন্ন এলাকা থেকে প্রকল্পের শ্রমিকরা নসিমন যোগে কাজে আসার সময় লালনশাহ সেতুর পূর্ব পাশের গোলচত্তরে ঘোরার সময় উল্টে যায়। নিহতরা ওই নসিমন নিচে চাপা পড়ায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন কুষ্টিয়া ভেড়ামারা থানার মসলেমপুর গ্রামের আজগার আলীর ছেলে আনিসুর রহমান (৩২) ও একই থানার দামুকদিয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে আব্দুল খালেক (৩৪)।

নিহত আনিসুর রূপপুর পারমাণবিক প্রকল্পের রাশিয়ান কোম্পানি রইনওয়ার্ল্ড এবং আব্দুল খালেক ম্যাক্স বাংলাদেশ লিমিটেডের শ্রমিক।পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুজ্জামান সংবাদ চলমান কে জানান, নিহতদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনা কবলিত শ্যালোর ইঞ্জিন চালিত নসিমন কে আটক করে ফাঁড়িতে রাখা হয়েছে। আহতরা হালকা আঘাত প্রাপ্ত হওয়ায় বাড়ি চলে গেছে। শ্যালো ইঞ্জিন নসিমন চালক পলাতক রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button