রেললাইনে পড়েছিল মাথা বিহীন লাশ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইন থেকে মাথা বিহীন অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ তথ্য জানান কোটচাদপুর থানার ওসি সৈয়দ আল মামুন।
স্থানীয়রা জানান, কোটচাঁদপুর স্টেশন থেকে ২ কিলোমিটার দূরত্বে বলুহর গ্রামের বটতলা মাঠ এলাকার পিলারের কাছে অজ্ঞাত যুবকের খণ্ড-বিখণ্ড লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহত যুবকের বয়স ২৫-৩০ হতে পারে বলে কোটচাঁদপুর রেলওয়ে সূত্রে জানা গেছে।
রেলের লাইনম্যান নয়ন জানান, লাশ দেখে জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়। যশোর থেকে তারা এসে লাশ উদ্ধার করেছে। তবে লাশটির মাথা পাওয়া যায়নি।
ওসি সৈয়দ আল মামুন বলেন, যশোর জিআরপি পুলিশের কাছে খবর দেওয়ার পর তারা এসে মাথা বিহীন লাশটি উদ্ধার করে। লাশের মাথা যেহেতু নেই, সে কারণে কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।



