সংবাদ সারাদেশসারাদেশ

যৌতুক মামলায় চিকিৎসক কারাগারে

সংবাদ চলমান ডেস্ক : স্ত্রীর যৌতুক মামলায় নড়াইল সদর হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে জয়পুরহাটের আদালত। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম মোহাম্মদ ইকবাল বাহার এ আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালে জয়পুরহাট শহরের সবুজনগর এলাকার ডা. শান্তি প্রসাদ রায়ের মেয়ে চৈতী রায়ের সাথে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী মাস্টারপাড়া এলাকার গোপাল শর্মার ছেলে ডা. বিভাস কুমার শর্মার বিয়ে হয়। চৈতী রায় জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয়ে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ও ডা. বিভাস কুমার শর্মা নড়াইল সরকারি হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।
বিয়ের কিছুদিন পর থেকেই বিভাস শর্মা চৈতীর পরিবারের কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করলে চৈতীর পরিবার তা দিতে অপারগতা প্রকাশ করে। যৌতুকের টাকা না পাওয়ায় বিভাস শর্মা চৈতীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন। এমন অভিযোগে ১২ সেপ্টেম্বর চৈতী রায় বাদী হয়ে ডা. বিভাস শর্মার বিরুদ্ধে জয়পুরহাট চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

আদালতে জামিন আবেদন করা হলে আদালত জামিন না মঞ্জুর করে বিভাসকে জেলহাজতে পাঠানো নির্দেশ দেয়।

রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী ফিরোজা চৌধুরী এ তথ্য নিশ্চত করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button