সংবাদ সারাদেশ

মৃত্যুর ৪৯ দিন পর জীবিত ফিরে এলো সেই স্কুলছাত্রী

সংবাদ চলমান ডেস্কঃ

নারায়ণগঞ্জে মৃত্যুর ৪৯ দিন পর কিশোরীর জীবিত ফিরে ফিরে আসার ঘটনায় তিন আসামিকে মারধর করে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করেছিল পুলিশ। বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের ওপর শুনানি আজ।

এর আগে, হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রীর ফিরে আসার ঘটনায় নথি তলবের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন দায়ের করেন এক আইনজীবী। একদিন আগে গণমাধ্যমে ‘৪৯ দিন পর জীবিত ফিরে এলো ধর্ষণের পর লাশ ভেবে ফেলে দেয়া স্কুলছাত্রী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে একটি রিভিশন মামলা দায়ের করা হয়।

একই বছরের ৪ জুলাই ৫ম শ্রেণির ওই স্কুলছাত্রী নিখোঁজ হয়। ওই ঘটনায় ৬ আগস্ট নিখোঁজ ছাত্রীর বাবা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ আব্দুল্লাহ, রকিব ও খলিল নামে তিনজনকে গ্রেফতার করে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। স্বীকারোক্তিতে তারা বলে, ওই ছাত্রীকে গণধর্ষণের পর হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে।

জবানবন্দি গ্রহণের পর আসামিদের জেলে পাঠানো হয়। চাঞ্চল্যকর ওই ঘটনার ৪৯ দিন পর সুস্থ অবস্থায় জীবিত ফিরে এসেছে সেই স্কুলছাত্রী। সে বর্তমানে এখন পুলিশের হেফাজতে আছে বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button