সংবাদ সারাদেশ

মৃত্যুর ১৬ বছরেও অক্ষত রয়েছে লাশ ও কাফনের কাপড়

ভোলা প্রতিনিধিঃ

ভোলাতে প্রায় ১৬ বছর আগে মারা যান হোসেন আলী শিকদার নামে এক ব্যক্তি । সেই সময় মসজিদের কবরস্থানে তাকে দাফন করা হয়। সম্প্রতি সড়ক সংস্কারের কাজ চলায় কবরটি সরানোর প্রয়োজন হয়। পরে কবর খুঁড়লে হোসেন আলীর অক্ষত লাশ পাওয়া যায়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে লাশ দেখতে ভিড় জমান স্থানীয়রা।

মঙ্গলবার (২ মার্চ) বিকেলে অলৌকিক ঘটনাটি ঘটেছে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা এলাকায়। পরে পুনরায় হোসেন আলীকে দাফন করা হয়।

স্থানীয়রা জানায়, পূর্ব ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান শিকদার বাড়ি জামে মসজিদের কবরস্থানে ১৬ বছর আগে হোসেন আলীকে দাফন করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা।

পূর্ব ইলিশা ইউনিয়নের বাসিন্দা মো. বাবুল বলেন, ভোলা-লক্ষ্মীপুর সড়ক বর্ধিত করার কাজ চলায় সড়কের পাশের ওই কবর সরানোর প্রয়োজন হয়। পরে কবর খুঁড়লে অক্ষত লাশ পাওয়া যায়। তাকে যেভাবে কবরে রাখা হয়েছিল, সেভাবেই পেয়েছেন বলে জানিয়েছেন শ্রমিকরা। লাশ ও কাফনের কাপড় ১৬ বছর পরও অক্ষত রয়েছে।

স্থানীয় এক বৃদ্ধ শাহরিয়ার ঝিলন বলেন, হোসেন আলী আমাদের প্রতিবেশী। তিনি সহজ-সরল এবং নামাজি ছিলেন। হয়তো মহান আল্লাহ তাকে জান্নাতি মেহমান করে রেখেছেন। এজন্য এত বছর পরও তার লাশ অক্ষত রয়েছে।

স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলাম সাগর বলেন, এমন চাঞ্চল্যকর ঘটনা দেখে আমি অবাক হয়েছি। এত বছর পরও হোসেন আলীর লাশ অক্ষত থাকার রহস্য আল্লাহ ভালো জানেন। তবে হোসেন আলী ভালো ছিলেন, এটি এলাকার সবাই জানেন বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button