সংবাদ সারাদেশসারাদেশ

‘মহামূল্যবান’ ১৮১৮ সালের ধাতব পিলার উদ্ধার

ফরিদপুর সংবাদদাতা: ফরিদপুরে পৌর পুকুরে নির্মাণ ও সংস্কার কাজ চলাকালে পানির মধ্য থেকে ১৮১৮ সালের একটি ধাতব পিলার উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে শহরের জুবিলি ট্যাংক নামে খ্যাত পৌর পুকুরের সংস্কার ও নির্মাণ কাজ চলাকালে এটি উদ্ধার করা হয়। পিলারটি বর্তমানে ফরিদপুর পৌরসভা ভবনের নিচতলায় রাখা হয়েছে।

স্থানীয়দের ধারণা, এটি বৃটিশদের বসানো সীমানা পিলার, যা বজ্রপাত প্রতিরোধক এবং মহামূল্যবান। উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই অনেকেই দূর-দূরান্ত থেকে পিলারটি দেখতে ছুটে আসেন।

ফরিদপুর পৌরসভা এবং ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রকল্পের উদ্যোগে এ পৌরপুকুরের সংস্কার ও নির্মাণ কাজ চলছে। ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রকল্পের সমন্বয়কারী ইকরাম হোসেন বলেন, দুপুর ১২টার দিকে পুকুরের পশ্চিম দিকে একটি ঘাটলার মাটি খোঁড়ার সময় ওই পিলারটি পাওয়া যায়। পরে সেটি উদ্ধার করে পৌরসভা ভবনে নিয়ে আসা হয়।

পিলারটির এক দিকে চোখা অপরদিকে ত্রিভুজাকৃতির। এটি আনুমানিক দুই ফুট দৈর্ঘ্য ও এক ফুট ব্যাস বিশিষ্ট। গায়ে লেখা রয়েছে বি টি ই এস ডট কম। এতে ১৮১৮ লেখাও রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button